গতকাল ২১ মার্চ ২০১৫ কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জনগণের দোরগোড়ায় সেবা প্রদানের গৃহীত পদক্ষেপ সমূহ তুলে ধরার প্রত্যয়ে আয়োজিত “ ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৫” উদ্বোধন করেন কুমিল্লার কৃতি সন্তান জনপ্রশাসন মন্ত্রণালয় এর সম্মানিত সিনিয়র সচিব ডঃ কামাল আবদুল নাসের চৌধুরী মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, কুমিল্লা, কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান; সম্মানিত প্রধান অতিথির সফরসঙ্গী যুগ্মসচিববৃন্দ ওকুমিল্লার সরকারি কলেজের অধ্যক্ষগণ । অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মহোদয়। এসময় প্রধান অতিথি মহোদয় ডিজিটাল উদ্ভাবনী মেলায় জেলা প্রশাসন এবং জেলার অন্যান্য সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়া (মোট ৪৪টা) স্টল পরিদর্শন করেন।
তথ্য সূত্রঃ https://www.facebook.com/comilladistrictadministration
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS